তুমি অহংকারী বলশালী
অর্থবলে বলীয়ান;
দুর্বল লোকেদের মানুষ ভাব না
যেন তুমি মহাপ্রাণ।
সেদিন প্রভাতে আকাশ বাতাস
ছিল উজ্জ্বল
পুঞ্জ পুঞ্জ সাদা মেঘ
ছিল চঞ্চল ;
বাতাস বইল ধীরে
আনন্দে গানে গানে
সবই যেন হল অতি উত্তাল।
গরীব ভোজন হবে
গরীবেরা এল সবে
বাসন্তীমন্দিরের পাশে
সকলে জড়ো হল।
এমন সময় তুমি এলে
দল বল সাথী লয়ে
এক ভিখারী চাপা পড়ল
তোমার গাড়িতে।
হাহাকারে ভরে গেল
দুর্বলেরা এক হল
তবু পুলিশ প্রশাসন
কিছুই করল না।
কিন্তু দণ্ড মুণ্ডের কর্তা
বসে ছিল না।
সাত বছর পর ---
হঠাৎ পুলিশ এল
কি তোমাকে জিজ্ঞাসা করল
তারপর তোমাকে নিয়ে চলে গেল
পাপের ফল ভালো হয় না।