পাপ কারে বলে পূণ্যই বা কি
বিচারপতি জানে না ;
আমরা চাই অনেক প্রমাণ
বিবেক তা বলে না।
বুদ্ধি যেখানে শেষ হয়ে যায়
বিবেক ত জেগে থাকে ;
বিবেক বলে আছে ভগবান
সহানুভূতির সাথে।
যে বালক করল ওষুধ চুরি
সে ত নিশ্চয় চোর;
ঘরেতে তাহার মা পড়ে আছে
প্রচন্ড রোগে ঘন ঘোর।
জীবন যাদের আলোয় ভরা
অন্ধকারের খোঁজ নেয় না ;
পাপী পাপ কিসের তরে করে
কেউ তা জানতে চায় না।
দানী দান করে আস্ফালন করে
রোজগারের উপায় খোঁজে না ;
নেতা হয় যারা আশ্বাস দেয় তারা
কাজের কাজ কিছু করে না।
এরা সবে আজ পূণ্যবান হয়
আর সবে মূঢ়মতি;
আহার জোটাতে যারা করে দেহদান
তারা পাপী দীন হীন অতি।