পর্দার এধারে জীবন ওধারে মৃত্যু
দুয়ে মিলে এক হয় না ;
জীবন মোদের কর্মমঞ্চ মৃত্যুতে
শেষ হয় না।
যখন পর্দা ওঠে জীবন মঞ্চের
কর্মযঞ্জ শুরু হয়ে যায় ;
বিবেক চেনায় সঠিক রাস্তা
আসে ধর্ম আনে ভয়।
স্বার্থে লোভে বিপথ হলে
চিত্রগুপ্থ লিখে রাখে;
মৃত্যুর পর্দা উঠলে পরে নরকযন্ত্রণায়
ভোগে।
মৃত্যু?সে ত কেউ জানে না
পর্দার ওপারে থাকে ;
বিজ্ঞানের আলো পৌঁছে না সেথায়
কেউ ফেরে না হোথা হতে।
পর্দা যদি উঠে যায় কভু
জীবন মৃত্যু এক হবে ;
পাপ পূণ্যের থাকবে না ভেদ
সৃষ্টি রসাতলে যাবে।
ভগবানের জ্ঞানতন্ত্রে তাই
পর্দা বিরাজ করে ;
মরণের রূপ কেউ জানে না
আঁধারে থাকে ঢেকে।
আলোর কথা বিজ্ঞান বলে
মরণের কথা জানে না ;
পর্দা আছে রহস্য আছে
জীবন মরণ এক হয় না।