আমি যে পালিয়ে বেড়াই দূরে যেতে চাই
নির্নিমেষে;
তখন সুখদুখের মোড়ে মোড়ে আনন্দ
করে সবে হরষে।
পথিক আমি ঘুরে বেড়াই ভালোবাসার
ইঙ্গিতে;
ঘরবাড়ি নাই পথের আশ্রয় ছাড়তে হলে
অনেক লাগে।
জন্ম জন্মান্তর হতে চলেছি আমি
কিসের নেশায়,
কিসের আশায় ঘর বাঁধি নাই
পালিয়ে বেড়াই কিসের তরে।
অজানা কে ডাকে আমায়
আকাশ ভরা নীরবতায়;
যখন বাতাস ছোটে ঊর্ধ্বশ্বাসে
নিস্তব্ধতা ভেঙে যায়
তখন সবার থেকে পালিয়ে থাকি
আমি পলাতক ;
ব‍্যথা বেদনায় আশ্বাস নাই
আমি হই না উপযাগক।
জীবনের পথ ফুরায় না ত
অনেক যুগ হতে
কখন হবে এর শেষ
চাই না গো জানতে।
শুধু জানি জীবনের এই তরীখানি
তোমার পায়ে দিব আনি
আমার বোঝা হালকা হবে
পালিয়ে যাব অনেক দূরে
জীবন নদীর ওপারে।