প্রজাপতি ও প্রজাপতি
চলে যেও না;
ফুলেরা কাঁদবে তখন
পরাগ পাবে না।
চেয়ে দেখ ফাগুন এসেছে
বনে বনে
হাওয়ায় হাওয়ায়
সুবাস ছড়াল তারি সনে।
অশোকে কিংশুকে
এল ডাক ফাগুনের
পলাশ শিমুল কৃষ্ণচূড়া
শোভা বাড়াল বনের।
মহুয়ার গন্ধে মাতাল হয়ে
সবে দোলে মাতল;
রঙে রঙে ভরিয়ে হৃদয়
নতুন মালা গাঁথল।
তাই যেও না প্রজাপতি
যেও না ;
নানান রঙে রাঙিয়ে নিয়ে
এস তোমার পাখনা।