বিকৃত অদ্ভুত হলো পৃথিবী
প্রকৃতির দারুণ রোষে
মানুষের জীবন হলো ঝালাপালা
গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে।
বাতাস নেই বৃষ্টি নেই
নেই এতটুকু ছায়া ;
জীবের জীবন হলো ওষ্ঠাগত
নেই বুঝি জীবনের মায়া।
মাঠ ঘাট হলো ফেটে চৌচির
একবিন্দু জল নেই
পশুর দল খোঁজে তৃষ্ণার জল
মালিকের নতশির।
লু বইছে মরণের বার্তা লয়ে
হিটস্ট্রোকে মরছে লোক
কাঁদে ধরণীর সন্তানেরা
পারে না সইতে রোষ।