বৈতরণীর ওপারে যে দেশ
তার কথা কেন কেউ বলে না ;
বিজ্ঞান সেথায় পৌঁছায় না
পৌঁছায় না কবির কল্পনা।
আত্মারা সেথায় ভীড় করে থাকে
মানুষের প্রবেশ হয় না।
মনুষ‍্য দেহে যে প্রাণ থাকে
তাকেই আত্মা বলে ;
প্রাণ মানুষের কোথায় থাকে
বিজ্ঞানীরা খুঁজে মরে।
হয়ত সে প্রাণ সূক্ষ্মদেহে
আত্মা হয়ে যায় ;
বৈতরণীর ওপারে গিয়ে
আশ্চর্য গীত গায়।
সেখানে নেই কোন রোগ শোক
সবাই সুখে থাকে ;
ভগবানের আদেশ পেলে
মর্তধামে আসে।
হয়ত এভাবেই চলে জীবনচক্র
আবার পুনর্জন্ম হয় ;
মানুষ খোঁজে তার প্রিয়জনে
ক্রন্দন সার হয়।
ভগবান! বোঝো না কেন দুঃখীর ব‍্যথা
আপন চক্র চালাও;
মানুষ যদি খেলার পুতুল
তবে দয়ামায়া কেন দাও।