কাজের শেষে খনির অফিস থেকে
আমার নির্দিষ্ট প্রাসাদে এলাম;
কাজের লোকজন বড়ই ভালো
আমি আমার চাকরির প্রেমে পড়লাম।
ওরা সন্ধ্যায় খাবার টেবিলের ওপর
রেখে চলে গেল ;
শীতের রাত্রি সামনে ধোঁয়া ওঠা খাবার
জিভে জল এসে গেল।
খেলাম,বাতিটা নিভিয়ে শুয়ে পড়লাম ;
ঘুম আসছিল না
কলকাতা থেকে রাজস্থানে এলাম।
অনেক দূরে কার যেন
মিষ্টি সুরে গান শোনা গেল
আমার গভীর ঘুম ডেকে আনল।
কিন্তু মাঝরাতে মনে হল
ঘরের ভেতর কে যেন এসেছে ;
তার পায়ের মল বেজেছে
সুন্দর আতরের গন্ধে
ঘর ছেয়ে গেছে।
দরজা ত সব বন্ধ ছিল
তবু এল ঘরে,কি করে এল?
চেয়ে দেখি এক অপূর্ব সুন্দরী নারী
তার বড় বড় আঁখি দুটি
মনে হল বলছে,"বাঁচাও বাঁচাও"
সেই মোহময় রাত্রি
রহস্যময় আঁখি দুটি
ওই"বাঁচাও বাঁচাও"আর্তি
আমার পুরুষত্বের লাভা
বের করে আনল
ভয়ের কথা ভুলে গিয়ে
তেজের ছটা জ্বলল।