জীবন!লোকে বলে তুমি এক যাত্রাপথ
অস্তিত্ব কিছু নাই ;
বিধির নির্দেশে পথ চলা
যার শেষ কভু নাই।
তবে কেন এই জীবন
কেন এই অনন্ত পথযাত্রা
যার শেষ কভু নাই।
এতো যাত্রার শেষে
কি পাব বল
মোক্ষ কারে বলে জানা নাই।
বিধির নির্দেশে চলাই জীবন
তার বেশি কিছু না;
একি স্বপ্ন নাকি সত্যি
কিছুই বুঝতে পারা যায় না।
স্বপ্ন কি কেন হয় জীবনই বা কি
দুটোতে কোনো মিল খায় না ;
বাস্তব কাকে জানব সত্যি কি করে হয়
তার পেছনে কি কিছুই নাই
কেন বোঝা যায় না?
জীবনের কত জিজ্ঞাসা
সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না।
আকাশে বিরাজে সপ্তর্ষিমণ্ডল
যেন এক অনন্ত জিজ্ঞাসা
সে ত উত্তর বলে না।