যখন সূর্য এল আঁধার ঠেলে
সোনার আলো ছড়িয়ে ;
পৃথ্বী উঠল হেসে চারিদিক
দিনের আলো জাগিয়ে ;
অবাক হয়ে অবোধ বালক
রবিকে প্রশ্ন করে,"
কোথা হতে এলে গো তুমি
জগত আলো করে ;
সোনার রথে চড়ে এলে
কার নির্দেশে?"
মুচকি হেসে রবি বলে
শোন গো মোর ভাগ্নে;
"বিশ্বজোড়া প্রতাপ যে তাঁর
কারও গোচর নহে;
স্বর্গ মর্ত পাতালে
সবাই তাঁরই নির্দেশে চলে।"
সন্ধ‍্যা হলো তারা উঠল
রাতের আকাশ ফুঁড়ে ;
চাঁদের হাসি বাঁধ মানে না
ছড়াল জগত জুড়ে।
অবোধ বালক প্রশ্ন করে
"চাঁদ এলো কোথা হতে।"
চাঁদনি বলে"সূর্য এসে
চাঁদেরে জাগায় ;
চাঁদ তখন জগত সংসারে
আলোয় ভরিয়ে দেয়।
বিশ্বপিতা অদৃশ্য থেকে
অদৃশ্য ডোরে বাঁধে
এমনি করেই চলছে বিশ্ব
সব তাঁরই হাতে।