রাজসভায় আজ উৎসব লেগেছে
বর্ধমানের রাজা কাশিরাজকে
হারিয়ে দিয়েছে।
রাজা রাজসিংহাসনে বসেছে
মন্ত্রী সেনাপতি আর সব সভাসদরা
আসন গ্রহণ করেছে।
সেনাদের প্রদর্শন সুন্দর হয়েছে।
অতি তুষ্ট মহারাজ নর্তকীদের
অনুষ্ঠানের আয়োজন করতে বলল
উৎসাহে দর্শকবৃন্দ জয়ধ্বনি করল।
অনেক রকমের বাদ‍্যযন্ত্র একসঙ্গে বাজল
সমস্ত সভা রোমাঞ্চে আপ্লুত হল।
এল বিদ‍্যুৎবরণা কন্যা মাধবীলতা
বিদ‍্যুতের মতো চমকে ঠমকে নাচল
তার ছিল যৌবনের উচ্ছলতা।
কিছুক্ষণ পরে সভা শেষ হলে
সেনাপতির সঙ্গে কন্যা বেরিয়েছিল
ওরা প্রেমিক প্রেমিকা চিরদিনের
এ কথা মহারাজ শুনেছিল।
ক্রোধে অধীর হয়ে রাজা কন‍্যারে ডাকল
ওরা ত স্বামী স্ত্রী সেনাপতি একথা বলল।
অতি ক্রুদ্ধ রাজা ওদের কারারুদ্ধ করল।
কে দোষী?বিচারপতি বলল
রাজার বস্তু নিয়ে গেল
তাই সেনাপতিরাই দোষী
দ্বিতীয় মতে দর্শকবৃন্দ বলে
ভালোবেসে নিয়ে গেছে
তাই রাজাটাই দোষী।
এবার বল গো তোমরা
তোমাদের বিচারে
কে দোষী।