পুরুষত্বের পূজারী আমি
নিজের তেজেই জ্বলি;
দুনিয়া পরোয়া করি না আমি
আপন মতেই চলি।
মানুষ যখন মায়ায় বদ্ধ
পুরুষত্ব বশে থাকে না ;
আমি থাকি চিরমুক্ত
ভালোবাসা বুঝি না।
প্রেমিকাকে সিংহাসনে বসিয়ে
আমি প্রেমের কাঙাল হব না ;
আত্মগরিমায় মুগ্ধ হয়ে
প্রেমের দোলায় দুলব না।
জানি দুনিয়া প্রেমের কাঙাল
আমি ওতে ফাঁসব না ;
প্রেমের জালে মন ডোলে
আত্মগৌরব খোয়াব না।
দেশের কাজের ডাক পেলে
পিছুটানে পড়ব না;
জীবন আমার মুক্ত রবে
কারও মায়ায় টলব না।