ওকে আমার ভালো লাগে না
তাই বলে মুখ ফিরিয়ে রইব না।
কানাই আসবে বলে
অন্য ঘাটে কি যাব না?
এই ঘাটে জল ত ভালো
কানাই বাঁশী বাজায় ভালো
তাই বলে ডাকলে পরে
যাব না যাব না।
কৃষ্ণের ছলচাতুরি
আমি আর সইতে নারি
ছল করে ডাকে যদি
সেদিকে কান দেব না।
মন করবে উড়ু উড়ু
আবেগ এসে করবে শুরু
তাই হাল ছেড়ে দিয়ে
ছলনায় ভুলব না।
ছলনাময় কৃষ্ণ কানাই
তার ছলনায় যেতে না চাই ;
ঐ এলো বুঝি এলো যে হেথায়
বাঁশি পুনঃপুন ডেকে যায়
এবার তবে মিলবে কানাই।