জীবন আমার সুন্দর কর
হে প্রভু পথ দেখাও;
মরণের পরে জ্বলব তারা হয়ে
জ্বলব আকাশের গায়।
চাঁদের গায়ে কলঙ্ক আছে
কিসের ভুলে জানিনা ;
ভুলের কলঙ্ক থাকবে না মোর
বিপথে কভু চলব না।
ভোরের তারা জ্বলবে যখন
সঠিক দিশা দেবে;
আনন্দ মনে মিষ্টি হেসে
জীবনে দোলা লাগবে।
সান্ধ‍্যতারা আসবে যখন
রোজকার হিসাব নেবে ;
মন্দ বায়ে বইবে বাতাস
হৃদয় শীতল হবে।
রাজপথ দিয়ে চলব আমি
খানাখন্দ নাই ;
ভালোবাসি পৃথ্বীটারে
দুঃখের রেশ নাই।
হে প্রভু মোরে রক্ষা কর
খানাখন্দ হতে;
জীবন মোদের অনেক বড়
চলব না গলিপথে।