সকালে যখন ঘুম থেকে উঠি
মনে হয় নাই নাই ধ্বনি শুনি;
কে নাই কিসের শূন্যতা
বুঝতে পারি না আমি ;
তবু বুকের শূন্যতা সকালে জাগে
কেন জাগে নাই নাই ধ্বনি
কি যেন ভুলে গেছি
কি দেখলাম মনে নাই
তবু কেন ফিরে ফিরে চাই।
তারপর প্রাত‍্যহিক কাজে লেগে যাই
সেই সকালের কথা কিছু মনে নাই ;
তারপর রাত ঘনায় নিদ্রা আসে
ঘুমের দেশে চলে যাই;
তখন কে যেন আসে কি যেন বলে
সকালে সব ভুলে যাই।
একদিন ঘুমের দেশে
ছিলাম আমি সঙ্গোপনে ;
মনে হল সে যেন এল
ঘোড়ার খুরের শব্দ হল
ঘুম ভাঙল উঠে বসলাম
ঘোড়ার খুরের শব্দ তখনও শুনলাম ;
রাত গভীর অন্ধকার চারিদিকে
দেখলাম রাণা প্রতাপ ঘোড়ার পিঠে
একলা পরাজিত উদ্ভ্রান্ত দৃষ্টিতে!
ভামা শাহ বসে নেশা করছিল
বুক ভরা দুঃখ ছিল তার
প্রিয় রাণার দুর্গতিতে
বলল,"হে নীল ঘোড়ার সওয়ারী
তোমার উদাসী আমি সইতে নারি
আবার উঠ তেজোদৃপ্ত হয়ে
তুমিই রাজপুতদের কাণ্ডারি "
ভামা শাহ তার পূর্ব পুরুষের
সব সম্পত্তি করল দান
সে যে ২০০০০ সৈন্যের
১২বছরের ভুগতান।
ঘুম ভাঙল সকাল হল
এবার ভরে উঠল মনঃপ্রাণ
সার্থক হল এ স্বপ্ন আমার
রাণা প্রতাপ আমার প্রাণ।