আরও একদিন
সারা দিন বৃষ্টি পড়ছিল রিমঝিম
সন্ধ‍্যা হলেই আঁধার এল ছমছমিয়ে
জানলা দিয়ে দেখি যেন
জলের জাল জগত জুআ।
মহারাণা প্রতাপের জীবনী পড়ছিলাম
পড়তে পড়তে যেন মেবারে পৌঁছে গেলাম।
হলদিঘাটের যুদ্ধ শুরু হবে
তারা পণ করল
মাথা নোয়াবে না আকবরের কাছে
সামন্তরা পরামর্শ দিল
তাই উদয় সিং গেল গোগুণ্ডার দূর্গে
এক বৎসর অবরোধে থাকা চিতোর
এবার রুখে দাঁড়াল নির্ণায়ক যুদ্ধে।
"বাজল অস্ত্রের ঝঙ্কার
শোনা গেল শত রণহুঙ্কার
মেবার পাহাড়ের শীর্ষে
উড়ছে রক্ত পতাকা
দেশ আমার দেশই মাতা আমার।"
হলদিঘাটির সেই যুদ্ধে রাজপুতেরা
শেষ রক্তবিন্দু দিয়ে লড়ল
মেয়েরা জহর পালন করল।
তাই যুবরাজ প্রতাপের মনে
দেশভক্তি আর বীরত্বের সঞ্চার হল।
উদয় সিংএর মৃত্যুর পরে
সামন্তদের অনুরোধে প্রতাপকে
সিংহাসনে বসতে হল।
কিন্তু উদয় সিং ছোট ছেলে
জগমলকে মনোনীত করেছিল
তাই জগমল আকবরের বাহিনীতে যোগ দিল।