ঘুরন্ত এই জীবনের নাট‍্যশালায়;
গিরগিটির মত সবে রঙ বদলায়।
যে ফুলে যে দেবতা তুষ্ট
সেই ফুলে পূজা করিতে হয় ;
শত বাসনা করিতে পূরণ
শতবার ভোল বদলায়।
সবলের কাছে অতি নম্র হয় ;
সেখানে ওরা ভালো মানুষের দল;
দুর্বলেরে তারা শোষণ করে
তাই মন রয় বড় চঞ্চল।
যেন তেন প্রকারেণ ধন চেয়ে ফেরে
গরীবের  হয়ে করে ওকালতি
তারা ছদ্ম সততা দেখায়
মনে ভরে থাকে দুর্মতি।
ভাষণের প্রশংসা সকলেই করে
কাজের কাজ কিছু হয় না ;
রোজ  রোজ কত রঙ বদলায়
নীতির ধার ধারে না।
গিরগিটের মত আজব প্রাণী
দরকারে ভোল পালটায়;
মানুষেরা বুদ্ধিমান অতি
তাদের বোঝা ভীষণ দায়।
সন‍্যাসীবেশে ফেরে দেশে দেশে
যেন মহান ফকির যত;
স্বদেশে তাদের কত ধন আছে
কেউ না জানে সে রহস্য।
ওরা ধোঁকাবাজী করে কিম্বা অপরাধী
কিছুই যায় না জানা;
শুধু জানি ওরা রঙ বদলায়
গিরগিটির মত অজানা।