রঙিলা দিনটা
ফুরিয়ে এল;
সকাল থেকে কাজ
হলো এলোমেলো।
রঙিন দিনে কত যেন
হাসি ভরাল;
মন ময়ূর তখন কেন
পেখম তুলে নাচল।
অল্প অল্প বৃষ্টি হল
রঙধনুর রঙ মন ভরাল।
সন্ধ্যায় শীতের জলসায়
কারা যেন গাইল;
ষোড়শীরা অপূর্ব নেচে
জগতের মন ভুলাল।
তারপর আঁধারএসে
মাথায় হাত বুলাল
সুমিষ্ট নিদ্রায় ঢলে পড়ল।