সাতাশে নভেম্বর রাসবিহারী
লাজপত রায়কে সংবর্ধনা জানাল টোকিওতে;
তখন ব্রিটিশ সরকারের অনুরোধে
জাপান সরকার আদেশ করল
নির্বাসনে যেতে।
তখন সোমা পরিবার আশ্রয় দিল
কিন্তু অজানা আতঙ্কের ভাব ছেয়েছিল।
ব্রিটিশের গোয়েন্দারা আসত খুঁজে খুঁজে
ধরা পড়লে ব‍্যবসায় বন্ধ হবে
সমাজে বদনাম হবে।
জাপানের মেয়ে বিয়ে করলে
জাপানের নাগরিকত্ব পেতে পারে।
তাই রাসবিহারী রাজি হল
বিয়ে হলো
তবুও গোয়েন্দারা লেগে রইল
আট বছরে সতের বার বাড়ি বদলাল।
"এই ত জীবন অনিশ্চয়তায় ভরা
মৃত্যু ডাক প্রতি মুহুর্তে
অজানা আতঙ্কে ভরা
তবু স্বপ্ন বিদেশীরাজের অন্তিম করা।"