শুধু কথায় মন ভেজে না
ইংরেজরা দস্যুদের ছানা ;
রাসবিহারী নেতাজী সুভাষ
করল হানা
তাই মরল ভয়ে বিদেশীরা।
স্বদেশের লক্ষ প্রাণ দিল বলিদান
জাগল ভারতবাসী
শত নায়ক এল বীর মহান।
জাপানের মাটিতে রাসবিহারী
গড়ল আজাদ হিন্দ ফৌজ
সঁপে দিল নেতাজী সুভাষরে
বিশ্বের বিস্ময় সে ফ‍ৌজ
চলল এগিয়ে।
রাসবিহারীকে ঘর বদল
করতে হচ্ছিল বারবার
সে ঘর ছিল সূর্যের আলো
না ঢোকা স‍্যাঁতসেতে
গোয়েন্দারা নজরদারি করছিল।
নির্বাসন উঠে গেল
রাসবিহারী স্বাধীনভাবে
ঘর সংসার করছিল।
কিন্তু এবার ভূমিকম্প হল
ঘরবাড়ি ভেঙে চুর হল
সেসময় রবীন্দ্রনাথ অর্থ পাঠাল।
তোশিকো আর সইতে পারল না
আঠাশ বছর বয়সে প্রথমে যক্ষ্মা
পরে নিউমোনিয়াতে আক্রান্ত হল
সবাইকে কাঁদিয়ে দিয়ে চলে গেল।