আমি রাবন!বিশ্বাসঘাতকের বড়ো ভাই আমি
   আমি অহংকারী আমি ব্রাহ্মণ।
ব্রহ্মার বরে অজেয় আমি দেবতাকুলের শত্রু অযুত বলের আমি অধিপতি আমি অতি মহান;
মানি না পরাজয় কভু আমি সর্ব শক্তিমান।
ত্রিলোক জয় করিয়া আমি হয়েছি অহংকারী অহংকার মোর চিরসাথী আমার প্রেরণাদাত‍ৃ।
হাস‍্যেলাস‍্যে পালিতদেবেরা ভুলিয়া গিয়াছে রণ;
আমি মহাবলী নির্দয় করালী সুখী মোর প্রজাগন।
আমি দুর্নিবার ঝঞ্ঝার মতো এগোবার পণ করি;
লুটেরা আমি লুট করে নি দেবতার ধন
প্রচণ্ড অহংকারী !
সীতারে হরণ করিয়া যখন রামেরে
ডাকি রণে;
।বিভীষণ ভাই করে বিশ্বাসঘাতকতা মৃত্যুবাণ
নিল হাতে।
মহাভয় আমি অতি নির্দয় জানে জগতে সবে;
বিভীষণ তাই দিল মৃত্যুবাণ রাম প্রহার করে।
    যুদ্ধের হলো শেষ ;
অহংকারী আমি আপোষ করি না
দুঃখের নাই লেশ।