রিক্সাওয়ালা ও  রিক্সা ওয়ালা
ডেকে ডেকে কান ঝালাপালা
আমিও যাব তোমার রিকশায়
একটুখানি দাঁড়াও।
ছেঁড়া কাপড় গায়ে তোমার
দারিদ্র্য তোমার ভালে
দুখানি সন্ততি তোমার
কি করে দিন চলে।
তবুও সে ত হাসিমুখে
রিক্সা টেনে চলে
ওষুধ পথ‍্য কিছুই না পায়
রোগ শোকের কালে।
দিনভর রিক্সা চালায়
ভরপেট অন্ন নাইক পেটে
রিক্সা চালিয়ে যতটুকু পায়
ছেলেদের অন্নবস্ত্রের অভাব
যায় না মোটে।
রিক্সাওয়ালা ওসে রিক্সা ওয়ালা
অনেক আশা তোমার
ছেলেদের পড়িয়ে অফিসার করবে
দুঃখ দূর হবে সবার।
রিক্সাওয়ালা রিক্সা চালায়
কেউ নেই সাহারা তোমার
তবু আশা কর আশা তোমার
দিনরাত খাটুনি শুধু খাটবার