আর কতদিন থাকব বল
রোগীদের এই শয‍্যাগারে;
এখানে থাকা নয় সহজ
দুঃখ যা তার সেইই বোঝে।
জীবনের পান্থশালায় কত
মানুষের আনাগোনা ;
সবাইকে সব যায় না বলা
এ ত রোগীদের আস্তানা।
কখন রোগ আসে কিসের বশে
কারও ত নেইক জানা।
বিজ্ঞান মরছে খুঁজে সবই
কিন্তু কখনও কিছু পায়নি
মরণের ঠিকানা কোথায় আছে
কার কাছে কিছুই জানা যায়নি।
রোগ শয্যা ----"
কারাগার ইনজেকশনের যন্ত্রণা
শ্বাসকষ্ট অগুনতি রোগ
কিছুই ভালো লাগে না।