রূপালী ওই চাঁদের মেয়ে
তোমায় পেতে চাই ;
হীরা মুক্তার আলো তোমার
সখ‍্যতা পেতে চায়।
আঁধার যেন দূরে গেল
তোমার আলোয়;
চোর ডাকাত কোথায় লুকায়
আঁধার পাওয়া দায়।
রূপালী তোমার হাসির ছটায়
হাসল পৃথিবী ;
সরীসৃপ দূরে যায়
উজ্জল ধরনী।
কিন্তু তোমার উজ্জ্বলতা
আরও বেশি হলে
আঁধারের জীব ঘর পেত না
পৃথিবীর সংসারে।
রূপালী বল কারে তুমি সঙ্গী
পেতে চাও;
সূর্যপুত্র তোমায় খোঁজে
ইচ্ছে বলে দাও।
সূর্যপুত্রের সাথে যদি
দিনে চলে যাও;
রূপ তোমার ঝলসে যাবে
অন্য কারেও চাও।
মিষ্টি মেয়ে রূপালী
চাঁদে সৌন্দর্য সৃষ্টি করলি;
যাবি না গো কারও সনে
বিশ্বভুবন ক্ষ‍্যাপালী।