আমি ভালোবাসা পৃথিবীর
সূর্যকে ভালোবাসি
নেচে বেড়াই পৃথিবীর চারিদিকে
আকাশের আমি রূপসী।
বন্দনা গায় দেবেরা আমার
রূপে ঝলমল আমি যে
আঁধার কখনও গভীর হয় না
মলিন হয় না আমার আলোতে।
তবু একদিন জ‍্যোতি আমার
ম্লান হয়ে যায়
কালো মেঘের ছটফটানিতে
বৃষ্টি পড়ে আঁধার আসে
জলধারার প্রবল বেগে।
বৃষ্টি থেমে গেলেই
রূপ আমার ঝলকায়
ধীরে ধীরে আঁধার কেটে
দিবস এসে যায়।
ইন্দ্রসভার নর্তকী আমি
ইন্দ্রের ভালোবাসার পাত্রী
অপার আনন্দ দিই আমি
গৌরবের আমি ধাত্রী।