অচিন দেশের মায়ায়
আমি বেড়িয়ে পড়ব।
যাব ধূলোয় ভরা মরু সাহারায়
সর্বনাশা পথের ইশারায় ;
শুনেছি সেখানে একবিন্দু জল নাই
তৃষ্ণায় সেথা ছাতি ফেটে যায়।
সবুজের নেই কোনো অস্তিত্ব
গাছপালা কিছুই নেই বালির নেই অন্ত;
চারিদিকে শুধু বালি আর বালি
বালির পাহাড়ে রহস্য অনন্ত।
বালিতে পা ডুবে যায়
মাটির নেই কোনো অস্তিত্ব
তবু আছে সেথায় মরূদ‍্যানের অস্তিত্ব।
বালিতে পা ডুবে যায়
মাটির নেই কোনো অস্তিত্ব
তবু আছে মরূদ‍্যানের অস্তিত্ব।
গেলাম আমি সে দেশে
নতুন রহস্যের সন্ধানে,
বালিতে দেখলাম গাছ
আজব কথা লাগল মনে।
স‍্যাটেলাইট বলল মোরে
সাহারার বুকে গাছ আছে
একশ আশি কোটি ;
বালির ঝড়ে বেঁচে আছে তারা
বেদুইনের রাজ‍্যে আছি।
কুড়ি হাজার আগে
সে মাটি ছিল শস্য সুফলা
ছিল ঘনবসতি পূর্ণ ;
এখন সে মাটি মরুভূমি হল
বসতি হলো শূণ্য।
বিধির বিধানে পৃথ্বী যখন
উত্তরে একটু হেলে গেল ;
জলবায়ু সব সরে গেল
সাহারা মরুভূমি হল।