যেও না যেও না ও পথ
যায় মরু সাহারায়;
সর্বনাশা পথের দিকে
জল নাই হোথায় জল নাই
সর্ববৃহৎ মরুতে পথের শেষ নাই।
প্রচন্ড রৌদ্রে জ্বলে পুড়ে লোকে মরছে
তৃষিত প্রাণ মরণকে ছুঁয়ে দেখছে।
রাত্রে আসে প্রচন্ড শীত
কেউ দেখে না হায়।
দিনের বেলায় জল ভেবে
মরীচিকা সাতায়।
তাই যেও না যেও ও পথে
ও যে মরণের খনি
জীবন মরণ এক হয়ে গেছে
এই সাহারার মরুভূমি।
লোকে ভুল করে জল ভাবে
যখন উত্তপ্ত বালুতে প্রচন্ড রৌদ্র পড়ে
তখন তৃষিত মানুষ ঘুরে ঘুরে
মরে জলের খোঁজে।
তাই যেও না যেও না মরুভূমিতে
যেও না ভুলপথে।