মর্তলোকে শঙ্খ বাজে সূর্যের আগমনে
সোনালী আলোয় ভরে দশদিক
প্রকৃতির আহ্বানে ;
পূব আকাশে স্বর্ণগঙ্গায়
বানের ডাক আসে ;
পাখির গানে জাগল জীবন
উল্লাসে আর হাস‍্যে।
শীতল বাতাস মুগ্ধ করে
পৃথিবীর সব কোনায়
ফুলের গন্ধে সুবাস আসে
ভ্রমর গান গায়।
রামধনু রঙ প্রজাপতি
ফুলের মধু খায়
কর্মের ডাক আসে তখন
নিরাশা দূর হয়।
পাখির গানে মধুর তানে
ভরে মোদের চিত্ত;
জীবনে জোয়ার আসবে তখন
সবাই হবে কর্মব্যস্ত।