শান্ত সুন্দর সকালে
আমার ঘুম ভাঙল
পাখিরা ডানা মেলে
আকাশে কলরব করতে লাগল,
শান্ত ধীর বাতাস
মিষ্টি প্রলেপ লাগাল।
পড়ে আছি বিছানায়
গুরুতর অসুস্থ
কেউ কোথাও নেই
সকলে নিদ্রামগ্ন,
তখন অতীতের কথাগুলো
আমাকে উজ্জীবিত করল।
সে কথাগুলোতে আশার
কিরণ ছিল
বড়ো হবার উচ্চাশা ছিল।
এখন সূর্যের কিরণ
ঘরময় ছড়িয়ে গেল
নতুন করে ভালো লাগল
জানি রোগমুক্তি পেয়ে যাব
জীবনটাকে আবার ভালোবাসব।