মনে কর পৃথিবী এক
সমতল ভূমি হল;
উচ্চতার নাই কোনো স্থান
সব সমতল হয়ে গেল।
যদি ভুখপিয়াসার অভাব
না থাকে দুঃখের হয় না সৃষ্টি,
পঙ্গু হবে জীবের জীবন
কর্মের হবে না সৃষ্টি।
পাহাড় পর্বত বাধা দেয়
তাই মৌসুমী বায়ু বৃষ্টি ঝরায়;
ফুলে ফলে আর অন্ন দিয়ে
প্রাণের রক্ষা হয়।
তাই ভগবান করল সৃজন
ক্ষুধা আর বিষমতা,
নদী সমুদ্র পাহাড় পর্বত
আর জীবনের উচ্ছলতা।
কর্মযজ্ঞে আসে আহ্বান
যোগ্যরা পায় স্থান;
সুখ দুঃখ সব করমের ফলে
কর্মযোগী হয় মহান।