যখন বাজল ঢাক
মা দূর্গা এল আপন ঘরে
আলোয় হলো আলোময়
মন্দিরে চত্বরে।
উৎসবে মাতল সবে
গাইছে গান বিপুল উৎসাহে
এল সবে ভীড় জমাল
মন্দিরের দ্বারে।
সেদিন সন্ধ‍্যাবেলা
নাটমন্দিরে বসল
গানের মেলা;
গাইল সবাই তবু
তোমার গানে মুগ্ধ হয়ে
তোমাকে দিল প্রথম দর্জা।
ভালো লাগল পরিচয় হল
যৌবনের স্রোতে
ভাসলাম দুজনে ;
হাসি গল্পে কাটল সময়
তবু অপরিচিতই থাকলাম দুজনে।
তবু এখনো আমরা কথা বলি
মনের কথা বলতে পারি ;
সম্পর্ক নেই কিছু
তবু সম্পর্কে থাকি।