সাম‍্য সাম‍্য বল না আর
সাম‍্য এক ছলনা ;
সময়ের সাথে চলে সবাই
সাম‍্য এক ভাবনা।
পাপের জয় হয় আজ
ধার্মিক বোঝা টানে ;
দুঃখের দিন ফুরায় তার
জীবনের সন্ধানে।
ন‍্যায় অন‍্যায় কিছু নাই আজ
সবই দৃষ্টির ফাঁকি;
লুটেরা লুট করছে সবে
ধর্ম নয়ক সাক্ষী।
সবল এখন বানায় নিয়ম
গরীবে শোষণ করি;
আইন শুধু দাঁড়িয়ে থাকে
করে না কোনো গতি।
বাহুবলী যারা করে অন‍্যায়
তারা হয় ক্রোড়পতি
আইন কানুন তারাই চালায়
প্রশাসন মূঢ়মতি।
হিন্দু মুসলমান শিখ খ্রিষ্টান
জাগবে একদিন ;
এক হয়ে সবে সাম‍্য আনবে
রবে না কেউ দীনহীন।