সঙ্গীত সভার অনুষ্ঠানে কত
সুন্দর করে সাজানো
ঝলমলে সব সুন্দর সভা
আলোয় আলোয় ভরানো।
সঙ্গীত! সে ত দেবতার ভাষা
সুন্দর তোমাদের শিক্ষা
একটি শব্দ শিখতে লাগে
কত দিবস রজনী
তবুও শিক্ষা পূর্ণ হয় না
সাধনা তোমাদের হিংসার বস্তু
আমার হিংসা হয় না
কবিতায় জন্ম সঙ্গীতের
তোমরা ত জান না।
আমি কবি কবিতা লিখি
জন্ম দিই দেবের ভাষার
তবু হিংসা করি
লোকেরা চেনে তোমাদের
আমরা ত অজানা।
প্রেমিক প্রেমিকা বিখ্যাত হয়
প্রেক্ষাগৃহে কবিদের গান গেয়ে
তবু কবিদের কেউ চেনে না
অজ্ঞাত অখ্যাত নাম নিয়ে।