যখন তাকাই অতি সুদূর পানে
শুকতারাটি জ্বলবে নভে;
চাঁদের আলো আসবে নিভে
রাখাল বালক তখনও
গরু চরাতে যাবে না।
রাজার বাড়িতে উৎসব হবে
দেশবিদশের রাজা আসবে ;
উল্লসিত রাজকন্যারা
তার অপেক্ষায় কেন থাকবে না?
বিখ্যাত সম্রাট পৃথ্বীরাজ আর
সৌন্দর্যের রাণী সংযুক্তা এল মন্দিরে
সামনা সামনি পরিচয় করতে।
দুজনেরই মনের আকাশে
গুঞ্জন করছিল
চঞ্চল মন প্রজাপতির মত উড়ছিল।
ভীরু ভীরু চোখে সংযুক্তা তাকাল
পুরুষ সিংহ পৃথ্বীরাজ
ভীত ত্রস্ত সংযুক্তাকে দেখল,
দুজনে দুজনকে ভালোবাসল
উৎফুল্লতার সীমা পার করল
তারা ছদ্মবেশে এসেছিল
ছদ্মবেশেই চলে গেল।
কেউ বুঝল না
কেউ জানল না
তবু মন দেয়া নেয়া করল।