চঞ্চল মন উন্মনা হল
প্রতিদিনের কাজের ফাঁকে;
প্রেমপত্র পাঠায় পায়রার
পায়ে প্রেমপত্র বেঁধে।
সংযুক্তার পিতাজয়চন্দ্র
নিজেকে প্রতিদ্বন্দ্বি ভাবত;
কিন্তু পৃথ্বীরাজের শক্তি দেখে
জ্বলে পুড়ে মরত।
যখন জানতে পারল সংযুক্তার
প্রেম পৃথ্বীরাজের সনে
ডাকল জয়চাঁদ সমস্ত যোগ্য রাজাদের
স্বয়ম্বর সভা করে।
পৃথ্বীরাজের মাটির মুর্তি
গড়ে দারোয়ানের জায়গায় রাখল;
ভাবল ওর চরম অপমান তাইখুশী হল।
সময় হল রাজারা সারিবদ্ধ হয়ে বসল
সবার উৎসুক মন দেখে পিতা খুশী হল;
রাজাদের প্রতি মুহূর্ত উদগ্রীব হয়ে কাটল
এমন সময় জয়মাল‍্য নিয়ে সংযুক্তা এল;
কিন্তু ঐ কন‍্যা ত মাটির মুর্তির
গলায় জয়মাল‍্য দিল;
হতভম্ব রাজারা নির্বাক হয়ে
অপমানের বোঝা নিয়ে চলে গেল।
মূর্তির আড়ালে ছিল পৃথ্বীরাজ
সংযুক্তাকে ঘোড়ায় উঠিয়ে
দ্রুত বেগে নিয়ে চলে গেল।