যুদ্ধ নিশান আসছে ধেয়ে
রণবাদ‍্য থামে না ;
চলল মিসাইল ঝাঁকে ঝাঁকে
মরছে মানুষ নেই ঠিকানা।
রক্তে রাঙা হলো ভুমিতল
রণোন্মাদে সবাই পাগল ;
মরণ মারণ পণ করেছে
গেরিলা যুদ্ধে শত্রু খোঁজে।।
হারজিতের এই যুদ্ধে
মরণ চলে সবার আগে।
এ কি ভয়ংকর!
প্রলয়ের ডাকে
কান্নার রোল উঠেছে
মদমত্ত দুই পক্ষ
যুদ্ধ নিশান লয়ে চলেছে।
এখন এসো মা
দূর্গা দুর্গতিনাশিনী
দস্যু দলনী মা করুণাময়ী
রণোন্মাদনা সবার ধ্বংস কর
হত‍্যার নেশা দূর কর
হিংসা দ্বেষ দূর কর;
অশান্ত পৃথিবীতে শান্তি আনো।