রাতের আঁধার ভোরের আলোয়
যখন মিশে যায় ;
পাখিরা সব গানে গানে
তোমার স্তুতি গায়;
তুমি তখন অদৃশ্য হয়ে
সুন্দরের পূজা চাও;
শান্তির কথা ভুলে গিয়ে
অশান্তি বাড়াও।
দেখছ না কি মরছে
মানুষ লাখে লাখে
অস্ত্র চলছে চতুর্দিকে
ধ্বংস যেন পাখা মেলে
উড়ছে মরণ রথে?
এ ধ্বংস কি থামবে না
মানুষ কি রক্ষা পাবে না
মহাভারতের রণের মত
তুমি বুদ্ধি জোগাও।
দানবে দানবে লড়াই করে
মানবাত্মা কেঁদে ফেরে
পৃথ্বী শেষ হবে বুঝি
এই কি তুমি চাও?
মা দূর্গার রূপ ধর
দানব রাজ‍্য শেষ কর
শান্তির পথ দেখাও।
নতুন পৃথিবী গড়ছ তুমি
নতুন গ্রহ খোঁজে বিজ্ঞানী ;
এসব কথা ভেবে এখন
স্বস্তি কোথায় পাই;
অশান্তি দূর কর শুধু
শান্তি মোদের চাই।