স্বপ্ন কি জীবনের প্রতিচ্ছবি
শূন্য এদের বাসভূমি?
স্বপ্ন কখনো মানবজীবনে পরিবর্তন দেখায়
কখনো অতীত ভবিষ্যতের চিত্র দেখায়।
সেখানে জীবনের বিবর্তনের আস্থা জাগায়
পুরোনো দিন যেন জীবন্ত হয়ে যায়।
স্বপ্ন জীবনে না পাওয়ার অঙ্ক গোনায়
অবোধ্য সজ্ঞানের সংজ্ঞা হারায়।
আর জীবন? রহস্যময় এ জীবন
শূন্য থেকে এসেছে শূন্যেই হবে শেষ,
সজ্ঞানে মানবের কর্ম করে
থাকে না তো কিছু অবশেষ।
চিন্তা ধারার জনক জীবন
নিত্য দিনের পরিবেশে
বদলায় রূপ বদলায় কর্ম
প্রয়োজন মতো সাজে।
গ্ৰহ উপগ্রহ জীবন্ত হয়ে ঘুরছে
প্রেমের প্রবল টানে
ভালোবাসার জাল ছড়িয়ে আছে
মহাকাশে অন্তরীক্ষে।
জীবের জীবনে প্রেমের সৃষ্টি
অভিনব দোলায় দুলছে,
সৃষ্টির ধারা এমনি করেই
আবহমান থেকে চলে আসছে।