রাত নিঝ্ঝুম
নেই চোখে ঘুম
শুধু নীল বাতিটা জ্বলেছে;
জানিনা ত কিছুই
স্বপ্নে তুফান চলেছে।
যেন লক্ষ তারা
জোনাক বাতি জ্বেলে
কার অপেক্ষায় থেকেছে ;
স্বপ্নের রাতে
তুমি ছিলে সাথে
স্বপ্ন বুঝি তাই বলেছে।
কারা পটাকা ছুঁড়ল
আকাশ আলোয় ভরল
আলোয় আলোয়
আগুনের রথ ছুটল।
আলোর পথে
চল যাই সাথে
ইন্দ্রের দুয়ার খুলল;
গান গাইলে তুমি
ইন্দ্রসভায় মনের
দরজা খুলল।
বাজাই বাঁশী আমি
মিষ্টি মধুর তানে;
মুগ্ধ হয়ে ইন্দ্রাণী তখন
পারিজাত মালা গলে দিল।