ভোরের বেলায়
আকাশে কত নীল রঙ ছড়াল;
একটু পরেই আকাশ
পুঞ্জ পুঞ্জ সাদা মেঘে ছেয়ে গেল।
পেছন থেকে সূর্য তখন
আলোর ফোকাস ফেলল;
তাই মেঘের ধারে ধারে
সোনালী বর্ডার আঁকল।
সাদা সাদা পাখিগুলো
ঝাঁক বেঁধে আকাশে উড়ছিল।
হঠাৎ এলো কালো মেঘ
এক পশলা বৃষ্টি দিয়ে গেল।
তারপরই আকাশ পরিস্কার হল
সূর্য লুকোচুরি খেলল।
শিমুল আর পলাশের ডাকে
সবার মনে দোলা লাগল ;
ঘাসের মাথায় শিশিরবিন্দু
মুক্তোর মত ঝলমল করল।
উদাত্ত কণ্ঠে পূজার মন্ত্রে
চরাচর পবিত্র হল।
শিউলি তখন সাদা ফুলের
কার্পেট বিছিয়ে
মাকে আমন্ত্রণ জানাল।
কাশের বনের পক্ক কেশে
বাতাসের হিল্লোল এল
আনন্দের বানে ঘরে ঘরে
নতুন জোয়ার এল।;