তীরে এসে যদি তরী ভেঙে যায়
মিথ্যার কালো মেঘ
যদি গগন ছেয়ে যায়,
সত্যের জ্যোতি তবু থেকে যায়
মেঘের আড়ালে সূর্য কিরণের মতো।
হয়তো বাদল ঝরবে
সত্যের অঙ্কুর জাগবে
হয়ে উঠবে বিশ্ব জোড়া মহীরুহের মতো।
প্রচন্ড ঝড় উঠবে
মিথ্যার কালো মেঘ উড়ে যাবে
নীলাকাশে সত্যের ধ্বজা উড়বে।
মিথ্যার গান যদি আকাশে থামে
মিথ্যার জয়গানে ভরিয়ে রাখে
অশান্ত দুর্বার সত্যের হাওয়ায়
নতুন সূর্য জাগবে।
সে কিরণ বন্যার দুকুল ভাঙবে
আসল নকলের পরিচয় দেবে।(
( অস ধাতু মানে চিরকালীন অস্তিত্ব
সত্যের উৎপত্তি অস ধাতু থেকে)