নিঝুম ঘুমন্ত রাত
আমার ঘুম আসে না ;
কে যেন ডাকে আমায়
তার নাম জানিনা।
তাই চাদর মুড়ি
দিয়ে শুয়ে পড়ি
ঘুম তবু আসে না।
বুকের ভেতর শুনি
নাই নাই ধ্বনি;
এ কেমন রোদন ধ্বনি
কে যেন ডাকল জোরে "বাপি"
আগে ত এ ডাক শুনিনি।
চারিদিকে খুঁজে দেখি
কেউ কোথাও নাই ;
এ যেন আমার প্রাণের ডাক
কতদিন শুনিনি।
মনে হল এ ত রাজার ডাক
কিন্তু তাকে দেখিনি।
রাজা নাই তারে ডেকে ডেকে
কোথাও নাই পাই;
আজ যে তার জন্ম দিন
সে কি এসেছিল তাই?
বুকের সে কান্না
কণ্ঠ রোধ করল
চোখের জলের
ধারা বয়ে গেল।
বাতাস চারিদিকে খুঁজল
নাই নাই সবাই বলল;
নাই নাই প্রতিধ্বনি হল
আমার রাজা কোথায় গেল।