বেলা যখন হয়ে শেষ হয়ে এল
পশ্চিম আকাশ রাঙা হল;
সমুদ্র তার তরঙ্গে তরঙ্গে
আলোর মালা গাঁথল।
শেষের গানটি এখনো হয়নি শোনা
এখনো জীবন মৃত্যুর আনাগোনা ;
জীবন তরী বাইছি আমি
পাইনি এখনো কুলের ঠিকানা।
যখন সভার শেষ হবে
শেষের গানটি গাইতে হবে
হয়ত তোমার ডাক আসবে
যাব তোমার সাথে কর মার্জনা।
যবনিকা সরে যাবে
তোমার তরী আসবে
নক্ষত্র ঢাকবে পুঞ্জ মেঘে
জীবন যাত্রার শেষ হবে
মিছে করি না ভাবনা।
হয়ত লোকে আসবে ফুল নিয়ে
ডাক্তার আসবে যন্ত্র নিয়ে
তোমার সাথে দেব পাড়ি
কেউ খুঁজে পাবে না।
তখন নতুন জীবনের মহোৎসবে
আনন্দ গান গাইতে হবে
নির্ভর তোমায় করব আমি
ভয় পাব না।