তুমি যেন এসেছিলে,
কত ভালোবেসেছিলে,
আনন্দে ভেসেছিলে স্বপ্নে;
নতুন আশা নিয়ে,
নতুন উদ‍্যোগ গড়ে,
নতুন সুরএনেছিলে ছন্দে।
বুঝিনি তখন এ ত মায়াজাল,
আঁধারে ঢাকা রাত্রির
জটাজাল,
মন ভরেছিল আনন্দে;
ক্ষণিকের সুখ অদম‍্য পিপাসা,
মরিচীকা সম অনেক জিজ্ঞাসা ,
মিলায়ে যায় বাস্তবের পরশে।
ওগো স্বপ্ন তুমি আশা নিরাশার সঙ্গী,
বাস্তব জীবনের মিথ্যেভরা ভঙ্গি,
কিন্তু তবু তুমি আছো
এলে মধুর হরষে।
বাস্তব জীবন যখন সংঘর্ষ করে,
আশা নিরাশায় মন যায় ভরে,
স্বপ্ন তখন উদ‍্যম আনে
জীবনের বালুচরে।