একদা চাঁদ জুড়ে ছিল
পৃথিবীর বুকে স্নেহের টানে ;
হঠাৎ এক দস্যু এল
চাঁদে ছিনিয়ে নিল হ‍্যাঁচকা টানে।
আগুন জ্বলল বিস্ফোট হল
তবু চাঁদ ত গেল না;
রূপের হাটে আলো ছড়িয়ে
পৃথ্বী থেকে দূরে গেল না।
ভালোবাসা ভগবানের দান
অটুট তার বন্ধন;
সে বাঁধনে বাঁধা আছে সবে
ভরে থাকে প্রাণ মন।
ঝড় আসে ঝঞ্ঝা আসে
সৌরতুফান আসে
ভালোবাসা তবু যায় না ;
মানুষ যখন ভালোবাসে মানুষে
সে ত কভু ভোলা যায় না।