নীল পাখিটা সোনার খাঁচায়
বিনা মেহনতে দানা পায়;
তবু সুযোগ পেলেই
ডানা মেলে উড়ে যেতে চায়।
কেন কেন বল না গো
কেন এমন হয়?
সার্কাসের বাঘ সিংহ
ট্রেনিং নিয়ে খেলা দেখায়
অনায়াস খাবার পায়;
তবু সুযোগ পেলেই
চলে যেতে চায়।
মানুষ মানুষকে পন্য করে
ক্রীতদাস করে
ধরে রাখতে চায় ;
কিন্তু মানুষ কি সে
অধীনতা বরদাস্ত করে
শৃংখলাবদ্ধ হতে চায়?