সুখের জীবন চায় যদি মন
সুখ এক কল্পনা ;
মরুভূমির মরীচিকায়
জল চাইলে পাওয়া যায় না।
যতো পায় সুখ চাওয়া বেড়ে যায়
নিবৃত্তি তার হয় না ;
সুখের জীবন দেবতার দান
সন্তোষ কভু আসে না।
জন্ম হতে জন্মান্তরে জীব
সুখের আশায় ঘুরছে ;
কর্ম ধর্ম প্রেরণার স্রোত
সুখের জন্য মরছে।
সুখ তুমি কোথায় থাক মোদের
চাওয়া অন্তহীন;
তোমার জন্য হানাহানি
চলছে রাত্রি দিন।
সুখের ভাবনা দুঃখ বাড়ায়
সন্তোষ কভু হয় না ;
জীবন চলে আপন গতিতে
মিথ্যে সব ভাবনা।