মিলনের প্রত‍্যাশী নই গো আমি
তবু লোকে ভালোবাসে
সুন্দর স্বপ্বের দিনে
স্বপ্নায়িত চোখে ভাসে।
জীবনে যখন সুখ আসে
দুঃখ থাকে সাথে সাথে
তাই স্বপ্ন দিয়ে ঢেকে রেখে
আনন্দ পাই অজানাতে।
জীবন যখন শুকিয়ে যায়
স্বপ্ন তখন মন রাঙায়;
জীবনবোধের কশাঘাতে
সুখস্বপ্ন মিলিয়ে যায়।
মিলনকামী নই গো আমি
শুধু স্বপ্ন নিয়ে বাঁচতে চাই
তোমরা আমায় ভালোবাসো
কল্পলোকের রূপকথায়।