ঝনক ঝনক পায়েল বাজে
মধুমালতীর আঙিনায় ;
ময়ূর নাচে পেখম তুলে
ময়ূরী ফিরে ফিরে চায়।
হরিণ আসে দলে দলে
কস্তুরি ছড়ায় ;
কাঠঠোকরা তালে তালে
ঠোকর দিয়ে যায়।
প্রজাপতি নেচে নেচে
ফুলের মধু খায়
ভ্রমর আসে গুনগুনিয়ে
কি জানি কি গান গায়।
পিয়ার গানে সুরের তানে
পথিক পথ ভুলায়;
সুন্দর ভুবন সুন্দরের মোহে
নতুন সুরে গায়।
সান্ধ্য প্রদীপ জ্বলে যখন
জোনাক গান গায়;
ঝিঁ ঝিঁর সুরে ডেকে ফেরে
অলোয় পথ দেখায়।
চাঁদ আসে মিষ্টি হেসে
কলঙ্কের বোঝা নিয়ে ;
তবু ছড়ায় অকলঙ্ক আলো
সবারে ভালোবাসে।