রাতের আঁধার নামছে পৃথিবী জুড়ে
দিনের আলোর সন্ধান নাই,
নাই নাই বহু দূর পর্যন্ত আলো নাই
অন্ধকার ছেয়ে আছে অমানিশায়।
যুদ্ধের দামামা বাজছে
নিশার স্বপন টুটছে
তবু আঁধার আরও ঘনাচ্ছে,
তারা গুলো আকাশ থেকে নামছে
না না ওগুলো মারণাস্ত্র ক্ষেপনাস্ত্র ছুঁড়ছে।
পরশুরামের কঠোর কুঠার
সবে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে,
ধ্বংস ধ্বংস মিসাইলের তারা
ধ্বংসের বার্তা আনছে,
ধরিত্রীর বুকে কত ছেদ হয়েছে
তাকি মিসাইলের কর্তার নজরে এসেছে?
তবূ নিউক্লিয়ার বোম তৈরি হচ্ছে
যে জানে সে জনে।
এসব বোম করে মরণের ওপার
কেউ এদের রুখতে পারে না
জীবন্ত মানুষ ছাই হতে পারে
সুপারনোভার খেল জানো না।
হয়ত তারপরও দিন আসবে
আলোয় আলোয় উদ্ভাসিত হবে
কিন্তু সেদিন পৃথিবী থাকবে না।